চন্দনা সেনগুপ্ত
"বিগ্রহ" মোর 'শ্রী রামকৃষ্ণ' - মন তাঁরে শুধু স্মরে - "তাঁহার নামের" পেয়েছি মন্ত্র - তাই তো গো মোর "সারদা" গোত্র, - "হোমানলে" নয়, অহেতুকী কৃপা, ধন্য করেছে, মোরে। অহরহ তাই আজ প্রতি কাজে তাঁহার বাণী যে, মোর কানে, বাজে "বিবেকানন্দ" ঘুচালে দ্বন্দ্ব, - ভুলি - তাঁরে কি করে! "শরণাগত" হয়ে শুধু থাকি, - "ঠাকুর" আমারে দাও নাই - ফাঁকি, - পাশে আছ জানি, - তবু সদা ডাকি, - কোলে, তুলে নাও, মোরে। "দীক্ষার দিনে" পেয়েছি মন্ত্র - যাব না, তাই তো যত্র তত্র ঠাইঁ দিও তব দোরে।। "শিশির বিন্দু" হয়ে জন্মেছি সংসারে তৃণ পরে, - "শ্রীশ্রী মায়ের" - স্নেহ সুধায়, সে যে ঝলমল, করে। "ঠাকুর" তাহার জ্ঞানের আলোকে - আরও উজ্জ্বল করেন তাহাকে, মিলায় সে তবে পুণ্য গোলোকে, অশ্রু হইয়া ঝরে। "আনন্দ ধূন" বাজে গো যখন, ছোট্ট - জীবন মুগ্ধ তখন ধূলায় বিলীন, তাহার ভুবন পবিত্রতায় - ভরে।।