চন্দনা সেনগুপ্ত
তুমি "মা সারদা", দূর্গা, লক্ষ্মী - তুমি কালী, শ্যামা - অজপা, আমাদের মাঝে এসেছিলে, ওগো বিতরিতে প্রেম কৃপা। তব অহেতুকী কৃপা। "শ্রী রামকৃষ্ণ" জেনেছেন শুধু - তোমার লুকানো মহিমা, তুমি - তপস্বী, সাধিকা তুমি মা - সারদা "সূর্য্য তপা"। আপামরে করো কৃপা। তুমিই আমার মনের মাঝারে প্রজ্বলিত মণিদীপা জ্ঞানদাত্রী সরস্বতী মা, - অগ্নি যে চাই চাপা - অন্তহীন এ কৃপা। তুমিই শেখালে নিন্দা কোরো না, - শেখালে গো নাম জপা, - জাত, পাত, ভেদ কিছুই মানো না, সকলেই পেল কৃপা, - করিলে অসীম কৃপা। আপন মায়ের স্নেহ এতো দিলে, যায় না যে তারে মাপা, - পুণ্যে ভরিলে, জীবন আমার, ত্যাগের রঙেতে ছাপা। পেল "অহেতুকী কৃপা"।। পবিত্র তব চরিত্র মাগো - তুমিই তো অনুরূপা, ভক্তি, মুক্তি - শক্তি দাত্রী, - ভবতারিণী - স্বরূপা, অশেষ তোমার কৃপা। হৃদয়ের মণিদীপা।।