চন্দনা সেনগুপ্ত
যখন তোমায় স্মরণ করি, যেমন ভাবে আঁকড়ে ধরি, যেথায় তোমার সঙ্গে ঘুরি, ভয় থাকে না মনে। যারা তোমায় ভালোবাসে, দুঃখ মাঝে কাঁদে হাসে কাটিয়ে ওঠে , বিপদ ত্রাসে সদা থাকি তাদের সনে। এই পৃথিবীর সবুজ কোলে নানান রঙের পুষ্প দোলে, নদী সাগর ঢ়েউ যে তোলে, পশু পাখি ঘন বনে। আমার পরাণ আনন্দে তে, জোয়ার জলে উঠছে মেতে, ঈশ্বরেরই দয়া পেতে, চমক লাগে ক্ষনে ক্ষনে।