চন্দনা সেনগুপ্ত
দেহের খাঁচা জীর্ণ হলো যবে – আহার বিহার ভুলতে হবে, ইচ্ছে তখন থাকবে না আর – করতে বিনোদন, জানবে তখন ভিতর হতে পরিণত এক মন। মুকুলিকা করবে যতন, খুঁজতে অতুল রতন, বুড়িয়ে দিয়ে, গুঁড়িয়ে দিয়ে – সুন্দর এই জীবন, করবে না সে কষ্টে সৃষ্টে অলস সময় যাপন। হাতের আঙুল অবশ হলে, অন্তরেই সোনা গলে গদ্য, পদ্য, প্রবন্ধতে চালিয়ে যাবে সাধন। অন্যের মন চাইবে ছুঁতে, প্রেরণা ও উৎসাহতে ভরিয়ে দেবে বন্ধু স্বজন, দুঃখী জনের মন। মুকুলিকার জগৎ নেহাৎ ক্ষুদ্র সাধারণ, হৃদয় কিন্তু খোলা তাহার, থাকতো সারাক্ষন। করতো সেথায় চেনা অচেনা কতই অতিথিজন, সবার তরে প্রেম যে ঝরে সবাই তাহার আপন আনন্দের সাগর মাঝে নিত্য অবগাহন। এই একান্ত বাসনা তার, পবিত্র হোক ভুবন।