চন্দনা সেনগুপ্ত

যোগ করা হল, অগ্নি মধ্যে ঘি, ধুপ, বেলপাতা,
অন্ন পুষ্প ঢাললেন, তাতে, ঋষি "সাগ্নিক" - "তিনি হোতা"।।
পবিত্র হল যজ্ঞের স্থল,
আগুনের শিখা হল, উজ্জ্বল।
"ওঁ" "স্বহাঃ" ধ্বনি করে বিহ্বল, স্তব্ধ ধরণী মাতা।।
"জপ যজ্ঞে" তে অগ্নি জ্বলেনি।
সামগ্রী নেই হাতে।
"যজ্ঞ-পাবক" উত্তাপ-হীন, মন ঢেলে দেন, তাতে।
অন্তর হতে কাম, ক্রোধ, ভয়, লোভ, মোহ, মাৎসর্য-
বিষয় বাসনা, ভস্ম করিয়া
বাকি রাখি, শুধু ধৈর্য্য।।
স্থির হয়ে বসি, - চক্ষু মুদিয়া. -
প্রদীপের তৈল-ভক্তি, "শ্রী শ্রী রামকৃষ্ণ" যজ্ঞ-অগ্নি-
"মা" যে দাহিকা - শক্তি।
করি এক মনে, "ঠাকুরের" নাম, ভুলে যাই যত যাতনা।
কাম, কাঞ্চন ত্যাজিয়া করিব - জপাৎ সিদ্ধি সাধনা।
শরণাগত হয়ে "গুরু" প্রতি, ভেসে যাব, ভাব স্রোতে-
অশ্রু বিন্দু ঝরে অবিরল, হৃদ নির্ঝর হতে।
প্রণাম তোমায় প্রণাম ঠাকুর - আজই সুন্দর প্রাতে
তোমার মূর্ত্তি শুধু জেগে রয় - হৃদয়ের আয়নাতে।।

One thought on “জপ-যজ্ঞ (Jopo Jogyo)

  1. Mukul , just started going through your website. I am already hooked. I am sorry it took me so long. Actually I am very busy here ,thanks to the Almighty, than I would be at home in Kolkata. Even the introduction was wonderful. I’ll keep posting comments as I read. I’ve also just finished joggo. Thank you my dear.

    Like

Leave a comment