চন্দনা সেনগুপ্ত

আসিলে তিমির - আবার শিশির - হই যে "ভক্তি বিন্দু"
পাতার উপর জন্ম নিই, গো - এসো, তুমি কৃপাসিন্ধু।
ব্যাকুল হইয়া ডাকি বারে বারে - উদ্ধারিতে এসো গো আমারে।
"ঠাকুর - মা"-র বিরহ এ মন, জানাইবে, বলো করে?
হারাবার ভয় করিল ছিন্ন, -
এঁকে দিল, "গুরু" পদচিহ্ন, গৃহ দুর্গের উপরে -
শ্রী রামকৃষ্ণ সূর্য কিরণ, - আসিয়া পড়িল দুয়ারে।
শেষের সুদিনে অন্তিম ক্ষণে কৃপা করো তুমি মোরে।
শরণাগত ভক্ত তোমার পড়ে আছে তব দ্বারে।।

Leave a comment