চন্দনা সেনগুপ্ত

ভক্তি সিক্ত কবিতা - পুষ্প - চন্দনে হোক, চর্চিত।
"শ্রী গুরুর" পায়ে, যেন স্থান পায় কাম, ক্রোধ, লোভ - বর্জিত।
অনেক কষ্টে বহু সাধনায়, বহু যুগ ধরে অর্জিত
তাঁহার "নামেতে" মুক্তি হবে রে, - শুদ্ধ হৃদয় মার্জিত।
জীবনের মাঝে, আছে নানা কাজে - থরে থরে জানি সজ্জিত -
"ঠাকুরের" কথা, অহেতুকী, - গাঁথা ভক্তি সায়রে নিমজ্জিত।।
দুর্ভাবনায় - কাঁদি, আমি হায়, বিনা কারণেই, শঙ্কিত;
তোমার "পরশ" হৃদয় মধ্যে - নানা রঙে তারা রঞ্জিত।
তোমা হতে যেন, না ফিরাই মুখ, - না থাকি লইয়া মিথ্যা সে সুখ
ক্ষুদ্র - স্বার্থ চিন্তায় বুক - ভরিলে হইগো লজ্জিত,
ঠাকুর তোমার করুণা বৃষ্টি, - অহেতুকী তব কৃপা দৃষ্টি,
রাখো মোর প্রাণে সঞ্চিত।।
"পিতার দয়া ও "মাতার" স্নেহ যে আমার বক্ষে সঞ্চিত,
করো না কখনো তোমা হতে দূর তব কৃপা হতে বঞ্চিত।
"উত্তিষ্ঠীত জাগ্রত হও", - বজ্র কন্ঠে নিনাদিত -
"বিবেকানন্দ" বাণী, আমি জানি সাহস করে যে সঞ্চারিত।

Leave a comment