চন্দনা সেনগুপ্ত

তোমার "নামের" তরঙ্গ" ওঠে,
হৃদ - সরোবরে 'কমল" যে ফোটে
"ভক্ত - অলিরা" এসে সেথা জোটে,
এ জীবন তটে অনু-রণণ,-
কিনারায় আছে, শ্যামল সবুজ -
সুন্দন এক চন্দন বন;-
সেখানে বহিছে, - সুগন্ধ ময়
"শ্রী রামকৃষ্ণ" মলয় পবন।
তারই অতলে, সোনা-রুপা খনি,
"মা" ও "নরেন" তোলেন, আলোড়ন।
'জপাৎ সিদ্ধ' হবে এবার "নামের" মধ্যে দর্শন।
তোমার স্পর্শে বাতাস যে কাঁদে,
হাওয়ায় লাগে সে কম্পন
"ঠাকুর" আমার শ্বাস-প্রশ্বাসে,
তোমার নামের - অলিম্পন।

Leave a comment