চন্দনা সেনগুপ্ত

 
"মায়ের" পায়ের "জবা" হতে, পারল না রে মন
'চন্দন' আর "তুলসী", গোলাপ হওয়ার লোভে কাটায় জীবন।
ঠাঁই পেতে চায়, "শ্রীগুরুর পায়" জপ করি তাই যখন তখন,
শাস্ত্র পাঠ সে সব ভুলে যায়, "নামের" ধুনে ভরায়, গগন।
"শ্রী শ্রী মায়ের" পানে তাকায়, - স্নিগ্ধ ভাবে মাতায় ভুবন,
সুবাস ছড়ায়, আনন্দ বায়, বইতে থাকে সারাটি ক্ষণ
ভাবছি সদা, হইবে কখন, স্থির ও শান্ত 'অবাধ্য মন',
"জবা ফুলের" মতন তখন - থাকবে না "ভুয়ো" আবরণ।

Leave a comment