চন্দনা সেনগুপ্ত

আস্তে আস্তে ধীরে ধীরে -
আমার ক্ষুদ্র জীবন নীড়ে -
তোমার মূর্ত্তি উন্মোচন, -
"ঠাকুর" আমার -
"মন - মন্দিরে" তব ভবনের উদ্ঘাটন।
তোমার লীলা ভবের খেলা, -
প্রভাত, সন্ধ্যা, রাত্রিবেলা, -
নতুন পথের প্রদর্শন।
মায়ের মিষ্ট বচন, কথন,
আলোক বর্ষা করে বর্ষণ।
এ জগতে আছে যত দুঃখীজন,
তাহাদের মনে, আশা বর্দ্ধন -
"শিব" জ্ঞানে সেবা, মহান কর্ম,
"নরেন" করেন সম্পাদন।
"কথামৃতের" সরল বাণী আত্মাকে করে আকর্ষণ, -
তাই তো সদাই তোমার "নামের"
ব্রত করি উদযাপন।
এলো বুঝি সেই শুভ লগন,
এসেছে আজিকে শুভক্ষণ,
'ঠাকুর মা' ও 'বিবেকানন্দ' করেন,
কী এক "সম্মোহন" -
শত দুঃখেও রহিনু মগন, -
নব নব ভাব - উদ্ভাবন, -
ছড়ালো নতুন উন্মাদন।
বাংলা মায়ের কোলে আজ হ'ল
এই "ত্রয়" "দেব" - সম্মেলন
বঙ্গের ভূমি ধন্য তাই তো
"মানব" "ধর্ম" - উন্মেষণ।

Leave a comment