চন্দনা সেনগুপ্ত
'মন্দির', 'মসজিদ', 'গির্জাতে' - যাব না গো আজ প্রাতে। শুধু "তোমায়", থাকব ধরে। অরণ্যে বা প্রান্তরেতে - কোথাও যাইতে মন নাহি সরে, - হৃদয় যে আজ আনন্দ পায়, তোমার পানে সদা যে ধায়, আসি যখন তোমার দ্বারে। "বিবেকানন্দ" শোনান বাণী, "মা" যে আছেন, মোদের জানি। বিপদ মাঝে সাহস বাজে "গুরুর" আশীষ মাথার পরে। কাম, ক্রোধ, লোভ ছেড়েছি গো, সব সন্দেহ পালায় দূরে। "কথামৃতে"র "মহেন্দ্র গুপ্ত", নাগ মহাশয় থাকেন সুপ্ত 'গিরিশ ঘোষ'ও কান্ডারী মোর, আলো দেখান, অন্ধকারে। "ঠাকুর" তোমায় - থাকব ধরে, 'শরণাগত' যে তোমার পরে।