চন্দনা সেনগুপ্ত
দরজা খোলো, তোমার দ্বারে, নতুন বছর এসে, দিচ্ছে উঁকি, বাগান ধারে, বারান্দা কার্নিশে। কাজের বোঝা ফেলে এবার, বোস না জানলা পাশে, অনেক কথা শুনতে পাবি, নীরব অবকাশে। সারা জগৎ কাঁপছে এখন, চিন্তা, ভয়ে, ত্রাসে, বন্দি দশায় মন বিহঙ্গ, উড়িয়ে দে আকাশে। অন্যরূপে বর্ষা এলো, মহামারীর সাজে - ধনী নির্ধন দুষ্টু ভালো, সাধক ফকির মাঝে। বিমর্ষভাব ছেয়ে গেল, মন লাগে না কাজে, ধর্মগুরু মুখ লুকালেন, দেন না জবাব লাজে। কেমন ধারা "নতুন" বরণ দিশাহীন এ সমাজে! মৃত্যু শঙ্কা, বাজায় ডঙ্কা, দামামা কার বাজে? তাইতো আমার জাগছে না, আর হর্ষ দিনে রাতে, কে যেন ভাই চাইছে সকল আসক্তি ভোলাতে, বসে আছি তুচ্ছ সুখের আকর্ষণ কাটাতে, - "আশা" এবং "উৎসাহ" কে ধরেছি দুই হাতে,- মানব জীবন বড় অমূল্য, সেই কথা জানাতে। দুঃসহ এই দুঃসময়টি কাটাই শুধু প্রার্থনাতে।