“যত মত , তত পথ “- সমন্বয়ের এ মন্ত্র শেখালেন যে মহাপুরুষ ,- তিনি যন্ত্রী , আমি যন্ত্র। জল কে বলো - পানী বা নীর ,- একোয়া এবং ওয়াটার ; শ্রী রামকৃষ্ণ দূর করলেন,- মানব মর্ণের অন্ধকার। ভেদাভেদের রাজনীতিতে ধর্মে ধর্মে ভাব বিরোধ ,- এই জগতেই সর্গ মত্ত - জীবনের ঋণ পরিশোধ। সত্য প্রেম অহিংসা যে সবার গ্রন্থে স্থান হিন্দু , বৌদ্ধ, জৈন, শিখ বা - মুসলমান ও খ্রিষ্টান। কেউ ছোট নয় কারো থেকে , সবাই সবার আপনজন সাদা কালোর বিভেদ ভুলে - এক সাথে হোক ধনী - নির্ধন। নানক - কবির - মুহম্মদ ও খীপ্ত খ্রিস্ট অবতার ,- যাঁর কথাতেই চলো নাকো করবেন তিনি উদ্ধার। জীবনপ্রেমের মদ্ধ দিয়ে বানবে সেতু বন্ধন ,- দয়া মায়া সেবা দিয়ে - মোছাও দুখীর ক্রন্দন।।