পূজো বাড়ী, পূজো বাড়ী, কী মজা আহারে; ছোটো বড়ো সবাই সাজে, কম বেশী বাহারে।। ঠাকুমা-দিদিমারা, ষষ্ঠীর সকালে, স্নান সেরে সাজি হাতে, শিউলী যে কুড়ালে, সপ্তমী প্রভাতে কলা বৌ স্নান সারে তালে তালে নেচে নেচে, ঢাকে কাঠি, ঢাকি মারে। খিচুড়ী চচ্চড়ি/ল্যাবড়ার সু-স্বাদে, গ্রাম বাড়ী চোখে ভাসে, মন ভরে আহ্লাদে। মা-মাসী, পিসিমুনি, আলপনা দেয় দোরে, বৌমনি, দিদিরাণী, বাজালেন, শাখ জোরে।। জ্যাঠাবাবু, কাকু, মামু, নাটকের মহড়ায় জমিদার বাবু সেজে, কৌচা ধরে গান গায়। ছেলে ছোঁড়া ব্যস্ত যে, প্যাণ্ডেল সাজাতে, নাড়ু খান, বুড়ো খুড়ো, মাঠের মেলাতে। কিশোরী খুকু বেবী, চুড়িদার কামিজে, ফিন্মের হিরোইন, মডেলের মত সাজে।। অষ্টমী পূজো রাতে সকলেই ঊজ্জ্বল , মাও বুঝি হাসছেন; আলোতে ঝলোমল। নবমীর দিনটিতে, পোলায়ের ভোগপাতে বিদায়ের গন্ধ যে, ধুনুচির ধোওয়াতে, দসমীতে বিজয়া যে, সিঁদুরের রঙে লাল, বৌমাও শাশুড়ীর রাঙিয়ে দিলো ভাল, জয় মা জয় মা বলে, বিসর্জনে চলে | পূজো শেষ হয়ে গেলে বিষাদে মন ভরে।