মন বলে তুই লেখ কবিতা, নাচ্না রে ভাই আঁক ছবি, জোয়া রাণী নাতনী ধনি, খুল্লো ঘরে সুখ চাবি। আকাশ ভাসে, আলোর স্রোতে নামলো রথে প্রভাত রবি- পরীর দেশের কন্যা এলো, ভুল্লো হৃদয় দুঃখ-সবি। চোখের তারায় হীরের দ্যুতি হাসিতে তার মুক্তো ঝরে। জীবন্ত এক দেবীর মতন পবিত্র ভাব সে মুখ পরে। আমরা সবাই মন্ত্র মুগ্ধ, “সারদা” মার অশেষ বরে। অপূর্ব এক আনন্দ ধুপ- দিল সবার জীবন ভরে। প্রেম সলিলে আজ ভাসালে, পেলাম মধুর সিগ্ধ ছোওয়া, তোমার পানে তাকিয়ে মনে, ন্মেহ-কুসুম বীজটি বোওয়া। হিমালয়ের নদীর মতন, জীবন তোমার খরতোয়া ভগবানের আশীষ ধন্যা জন্ম নিলো মোদের “জোয়া”।