“কথামৃতের" রচয়িতা “মহেন্দ্রনাথ গুপ্ত-”
তোমার জীবন মাঝে আছে, - ভক্তি মন্ত্র - সুপ্ত।
“দক্ষিণেশ্বর” “বেলুড়” - তীর্থে - জীবন হইল, দীপ্ত -
গঙ্গা কিনারে ঠাকুরের ঘরে - সব দুঃখ যে লুপ্ত।
খণ্ডিত হল, ভব বন্ধন, - জ্ঞানের আলোকে তপ্ত -
ভজনানন্দে সঙ্গীত বোল, - করল হৃদয় শান্ত।
“কথামতের” গান ও গল্পে মন আজ পরিতৃপ্ত
“গীতা”, “রামায়ণ”, “বেদ বেদান্ত” সব - সার এতেও আছে অনন্ত,-
এই গ্রন্থের অনুরক্ত - আমি এক অতি ক্ষুদ্র ভক্ত।।