পরীর দেশে বাসছিল, তার
সুন্দর এক কন্যা,
দেব দেবীদের আশীষ ধন্যা
রূপের যেন বন্যা।।

নৃত্য-গীতে রাত্রে প্রাতে
কথার ছোটে ফুলঝুরি,
দুষ্টমীতেও কম যায় না সে
সবার করে মন চুরি।।

বাবাকে তার সবাই চেনে
“গৌতম স্যার" এই নামে,
বর্দ্ধমানে দেশের বাড়ী
শ্যামল সবুজ এক গ্রামে।।
সব কাজেতেই হাসি খুশী
দুধ খেতে পায় কান্না,
চাদের আলোর মতন শুভ্রা
“মা'মণি তার জোৎস্না।।

পূজো বাড়ীর অনুষ্ঠানে
নাটক-খেলা-অঙ্কনে,
যোগ দেয় সে সব বিভাগে
প্রতিভা বলে উপহার আনে।।

ঈশ্বরেরই আশীর্ব্বাদ  আজ
তার জীবনে সাফল্য দানে,
আমার প্রিয় নাতনী শ্রেয়া
পাঠাই স্নেহ তাহার পানে।।