অনেক সময় বিনা কারণেই
হাসি আসে আমার
কেন যে তার কারণ বোঝা ভার।
গভীর কথা সবাই যখন হৃদয় দিয়ে শোনে,
দারোয়ানজী বারান্দাতে, তখন হ্যাঁচ্ছ  গোনে,
হাসির দমক চেপে রাখা,
হয় যে আমার দায়, কেন গো হায়!
তখন সবাই আমার পানে
কট মটিয়ে চায়!
শোক সভাতে চোখের জলে
ভাসছে দেখি সবাই; হঠাৎ তোলেন হাই -
রুমালে মুখ ঢেকে রাখা সভাপতিমশাই
তখন হাসি চাপতে যে চাই,
অনেক কষ্ট করে- তবু বারে বারে-_
বিচিত্র সব শব্দ বেরয় হাসি থামে নারে।
টাকে ওপর দুই গোছা চুল
দাঁড়িয়ে যেন শিং
হিন্দী পড়ান হাম্বা রবে
স্যার তেওয়ারী সিং।
তখন আমার জামার তলায় পেটের ছেঁড়ে নাড়ি
গুড়গুড়িয়ে হাসির দমক, দেয় যে রে সুড়সুড়ি।
ক্লাশসুদ্ধ সবার মুখেই, ইনফেক্শন ছাড়ি -
সবাই মিলে হাসতে থাকি
নয় কি বাড়াবাড়ি ?