চন্দনা সেনগুপ্ত
দুই আর দুয়ে চার হয়, তিন আর তিনে ছয়, - ঠাকুর বলেন এটাই সত্য - "সর্ব ধর্ম সমন্বয়।" হিন্দু করে জাতের বড়াই শৈব শক্তি বৈষ্ণবের, ব্রাহ্মণ আর ক্ষত্রিয় যে - রাখছে দূরে শূদ্রদের। মুসলমানের সিয়া সুন্নি, বৌদ্ধ ধর্মে হীন মহা, নিজের স্বার্থে ঘা লাগলেই ধর্ম যুদ্ধ, রক্ত বহা। খ্রিষ্টানদের ঘৃনার শিকার হলেন হাজার ইহুদি জন সারা বিশ্বে অকারণে মতবিরোধ সারাক্ষন "শ্রী রামকৃষ্ণ" বলেন মোদের - "কারো পথই নয়তো ভুল" বিশ্বাসকে হারায় যদি, গুনতে হবে তার মাশুল। জল, পানি আর ওয়াটার তো "এ্যকোয়ার" ই চারটি নাম ঈশ্বর আল্লাহ গুরুবাদের ঝগড়া চলছে উদ্দাম। সর্ব ঘটে, সকল জীবে, ভগবানের বিরাজ হয়। ভালোবাসা ভক্তি দিয়ে, করতে যে হয়, চিত্ত জয়। "বিবেক" জাগান "নরেন্দ্রনাথ," সম্মুখে তবে আছেন ঈশ্বর - দয়া, প্রেম ও সেবার দ্বারা "মানব ধর্ম" পালন কর। "শ্রী শ্রী মায়ের" অমোঘ বাণী, কেউ নয় পর, আপন সব কর্ম করো সংসারেতে ছাড়ো নিন্দা কলরব। ঠাকুরের কথা স্মরণ মনন, কাম, ক্রোধ, ভয়, লোভের ক্ষয়, কারো বিস্বাসে আঘাত হেনো না, সর্ব ধর্ম সমন্বয়।