চন্দনা সেনগুপ্ত

অনেক দিনের পরে আমি জানলা খুলে,
বাইরে দিলাম উঁকি।
মুকুল ভরা আমের ডালে দেখি, -
ছোট্ট একটি পাখি।
কি হ'ল কে জানে,
বললাম তারে ডাকি,-
"এই ছোট্ট পাখি,
এতদিন কোথায় ছিলি?
বিদেশ থেকে এলি নাকি?
"করোনা"র মতন তুই ও কি ফরেনার?"
"- ওমা সেকি?
আমি তো বরাবরই এই গাছটাতেই থাকি।
তোমরা সব ব্যস্ত থাকো,
আমাকে দাও ফাঁকি।"
উত্তর দিলে সে,
একটু ব্যাঙ্গের হাসি হেসে।
"- ওই তো ঐ টা আমার বাসা,
কাচ্চা বাচ্চা নিয়ে থাকি,
আনন্দেতে খাসা।
তোমার সময় হয়নি
কভু বারান্দাতে আসা।
আকাশ পানে চেয়ে দেখা,
সাদা মেঘের ভেলায় ভাসা।"
ময়না, টিয়া, কাক, পায়রার
দুঃখ সুখে কাঁদা হাসা,
তাই তো! এর চেয়ে সত্যি
যে আর নাই তো।
এরপর বলার কিছুই
রইলো না আর বাকী।
নৈঃশব্দ এসে আজি
দিলো নতুন শিক্ষা।
স্নিদ্ধ হাওয়াই লাগলো পরশ,
হৃদয়ে তাই জাগলো হরষ।
ছুটে চলার মোহ হতে,
করলো কে আজ রক্ষা।
প্রকৃতি ও ঈশ্বর আজ,
নিচ্ছেন বুঝি পরীক্ষা।
ফুলের গন্ধ জাদুর ছোঁয়া,
বুলিয়ে দিলো প্রাণে,
একমুহূর্তে বদলে দিলো,
জীবন বোধের মানে।
ছোট্ট পাখি ফুড়ুৎ করে
উড়লো যে কোনখানে,
ভালোবাসার কথা সে যে,
শুনিয়ে গেলো কানে।