কত পরিবার হল যে উজাড় , কাঁপে ভয়ে ত্রাসে সারা সংসার, কোথা হতে এর এই মহামারী, মোরা আজ কেহ বুঝিতে না পারি। আকাশে ঘনালো নিরাশা বাদল, চারিধারে ঘেরে অন্ধকার। সারা পৃথিবীর এই যদি হাল, কে কারে করিবে বলো উদ্ধার? দেহ তো বন্দি গৃহ পিঞ্জরে। খুলে দিও সবে হৃদয়ের দ্বার। ঐক্যতানে স্নেহ প্রেম গানে , আসবে শান্তি ফিরে আবার। বাঁচিবে মানব ,শুনিবে যখন, আশার রাগিনী চমৎকার।