ভুত প্রেত আর দৈত্য দানব
নয়তো সত্য জানে মানব
তবুও তার ভয়ের জালে,
একাল সেকাল সকল কালে
জড়িয়ে পড়ে, কুহেলিকায় ,
আলো আঁধার আবছা-হাওয়ায়;
ফিস ফিসিয়ে কারা যে সব
নাঁকি সুরে করছে কি রব ?
জানতে বড়ই হয় রে সাধ
তাই তো তাদের কথার বাধ _
গল্প পড়ো নিঝুম রাতে
সময় কাটুক “ওঁদের” সাথে।
“রাম রাম" নাম জপতে থাকো,
তুলসী পাতা মুখে রাখো
নইলে ওঁরা ছায়া হয়ে
আসবে কখন, জানো না তো !
হিমের মতন ঠাণ্ডা হাওয়া
বুলিয়ে দেবের ভুতের ছোওয়া।