সারা পৃথিবীর মানব জাতি,
                                                  ধন্যবাদ জানায় বারংবার। 
চিকিৎসক, নার্স, গবেষকদের
                                            শুভ কামনা ও নমস্কার। 
দিকে দিকে যত স্বাস্থকেন্দ্র
                          আপৎকালীন কর্মী বৃন্দ -
                                                       তোমাদের আজ বড় দরকার। 
ঝাড়ুদার আর পাহারাদার 
                                        নিবেদিত প্রাণ সেবিকার
সারা বিশ্বকে করেছে এবার
                                             স্তম্ভিত ও চমৎকার। 
মন্দির, মসজিদ, চার্চ, কিম্বা 
                                                    বৌদ্ধ, বিহার, গুরুর দ্বার ,
বন্ধ হ’ল যে ভাইরাস ভয়ে
                                                  মানুষেরই হল উপকার।।
যারা এতদিন করে গেছে শুধু
                                      আপন আপন ধর্ম প্রচার। 
করোনা তাদেরও করে নি করুনা,
                                               উপেক্ষা তারা পেলো সবার। 
“ মনুষত্ব “ ও জীবে প্রেম শুধু
                                              প্রমান করল ধর্মের সার। 
শঙ্খ বাজিয়ে, হাতে তালি দিয়ে
                                                প্রশংসা গীত গাই হাজার। 
বন্ধু, তোমায় সেলুট সেলাম
                                             প্রণাম জানায় প্রাণ আমার।