কবিতা আমার প্রিয় বন্ধু, আমার সমব্যথী।
অবসরের দোসর ওগো ,। সুখ দুঃখের সাথী।
সে যদি যায়, ছেড়ে আমায় মন টা তখন কেঁদে বেড়ায়।
এ সংসারের দ্বারে দ্বারে ধাক্কা খেয়ে কোথায় হারায়। 
কবিতা তুমি নিত্য থেকো , হয়ে আমার সঙ্গী, 
তোমার ছন্দে মোহিত করে। স্নিগ্ধ দেহ ভঙ্গী। 
শব্দ রত্ন দিয়ে তোমার গঠন যে হয় শরীর। 
তাহার উপর রঙ লাগিয়ে বানাই কাব্য নীড়। 
জীবন যুদ্ধে একা একা যখন করি লড়াই। ‌ ‌ 
জিতে গেলাম ভেবে আমি ,যখন করি বড়াই, 
তখন তুমি নামিয়ে আনো, হাত খানি মোর ধরে। 
চাঞ্চল্যের মোহ বাদল তখন পালায় দূরে। 
‌করিতা সখী, তুমি আমার মনের মতন পাখী। 
উড়তে যে চাই তোমার সঙ্গে, সবাই কে দিই ফাঁকি।