স্থান, কাল, আর পাত্র বুঝে - চলতে হবে জগৎ মাঝে, - হাত ব্যস্ত থাকবে, কাজে - মন ঝাঁকবে, হৃদয় পুর। অন্তরে যে 'প্রভুর' বাস, “শ্রীরামকৃষ্ণ” দেন আশ্বাস; শুধু তাঁহার কৃপার আশ - শুনব “কথামৃতের"র সুর। মেঘের মধ্যে “মা” কে দেখি, সাগর জলে, - আমার ঠাকুর - সূর্যলোকে রামধনু রঙ, জাগলে “বিবেক”, সবই মধুর। হৃদয়ে মোর পুস্প - মুকুল, সুগন্ধেতে হয়, ভরপুর, - পেলাম, তাঁদের স্নেহের পরশ নেইকো তাঁরা, তাই তো দূর।। স্থান, কাল, আর পাত্র বুঝে- চলতে হবে জগৎ মাঝে, - হাত ব্যস্ত থাকবে, কাজে, - মন ঝাঁকবে, হৃদয় পুর। অন্তরে যে 'প্রভু'র বাস, “শ্রীরামকৃষ্ণ” দেন, আশ্বাস; শুধু তাঁহার কৃপার আশ শুনব “কথামৃতের” সুর। মেঘের মধ্যে “মা” কে দেখি, সাগর জলে - আমার ঠাকুর, - সূর্যালোকে রামধনু রঙ, জাগলে বিবেক, 'সবই মধুর'। হৃদয়ে মোর পুম্প-মুকুল, সুগন্ধেতে হয়, ভরপুর, - পেলাম, তাঁদের স্নেহের পরশ- নেইকো তাঁরা, তাই তো দূর।।