কবিতার মাধ্যমে ঈশ্বর উপাসনা
হৃদয় মধ্যে আছেন যে জানা -
তিনিই জানি নিখাদ সোনা।
শ্রদ্ধা, প্রেম ও নিষ্ঠা ভক্তি,
সরল মনের ইচ্ছা শক্তি -
করেন যখন যাচনা, তখন শুধু অকারণে
বৃথায় কেবল অর্থ গোনা।
তীর্থে তীর্থে আনাগোনা,
পান্ডিত্যের জানা শোনা, -
ভুলতে হবে সব কামনা -
স্মরণ মনন নিদিধ্যাসন,
শুধু তাঁহার কল্পনা,
সেই তো আমার প্রার্থনা।
মিথ্যে কাজে বাড়ায় বোঝা,
নয়তো হেথা পথটি সোজা,
মরি লাজে বুকে বাজে,
করছি একই নকল পূজা!
সংসারের সং সেজে যে
রসের পিঁপড়ে গুড়ে মজে,
ছেড়েছি ঈশ্বরকে খোঁজা,
মন ভোলানো গল্প শোনা,
এ নহে মোর অর্চনা।
চন্দন কাঠ ঘষে নেড়ে,
তোমার কৃপা আনবো কেড়ে -
মন যদি না করি তাজা,
আমায় তুমি দিও সাজা,
করবো কঠোর সাধনা।
আমার আছে শুধু বিশ্বাস,
করবো না আর আলস্যে বাস,
দেহ ভোগের ঘোচার আশ,
সব ভ্রম মোর হবে যে নাশ,
মিটিয়ে দেব ভয় ভাবনা,
এই যেন হয় বাসনা -
তোমার পানে তাকিয়ে থাকি
মায়ের কথা স্মরণ রাখি,
বিবেক আমার জাগিয়ে রাখি,
মন্ত্র তন্ত্র জানি না।
সমস্কৃত উচ্চারণে
ভুল হয় তাই ক্ষনে ক্ষনে,
নাম জপে মোর অভিরুচি
শব্দ পুষ্পে উপাসনা
এইতো আমার আরাধনা।।