“ঠাকুর” ! - তোমাকে পাওয়ার উদ্দেশে পূজো আমি করিনি তো, - পুষ্প - প্রদীপ, ধূপ ধুনো জ্বেলে , - করিনি কখনও ব্রত। শুধু মনে মনে, নাম জপি, তব বার বার - শত শত। রান্নার ঘরে আঙিনার পরে, যত বার হই নত, - ততবার ভাবি সামনে যে তুমি, কাঁদি তাই অবিরত। মন্ত্র - তন্ত্র কিছুই জানি না, - আমি যে শরণাগত।। মোর অন্তরে সদা ঝংকারে, - বিবেক জাগানো গান, জীবন আমার তাই আজ করে - “কথামৃত” - রস পান। বিশ্বাস আর ভক্তি সাগরে ডুব দিতে চাহে প্রাণ, বড় - লোকের - ঝি হয়ে যাই, মনে নেই, অভিমান। আনন্দেরই স্রোতে চলি ভেসে,- মুখে হাসি অম্লান, শিব - জ্ঞানে জীবে সেবা করে পাই - অহেতুকী - কৃপা দান। আমি তো তোমার আশ্রয়ে থাকি, ভক্তকে দিলে মান, ‘ঠাকুর’ তোমায় জানাই প্রনাম শ্রদ্ধা ও সম্মান। চাহি মার্জনা, করি প্রার্থনা, করো হে, পরিত্রান। পবিত্র রাখো হাদয় আমার, তোমার পুন্য স্থান। করো অহেতুকী কৃপা দান।।